ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান আফিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৫ আগস্ট ২০২১

অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে হাসিমুখেই মাঠ ছাড়ছেন আফিফ ও সোহান

অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে হাসিমুখেই মাঠ ছাড়ছেন আফিফ ও সোহান

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই অজিদের নির্বিষ করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে জিতে প্রথমবারের মতো সিরিজটি নিজেদের করে নিতে চান স্বাগতিক দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসাইন ধ্রুব।

বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আফিফ বলেন, ‘আমাদের প্রতি ম্যাচ নিয়েই চিন্তা থাকে। এখন চিন্তা করছি সামনের ম্যাচ নিয়ে। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলোও জেতার।’

৬৭ রানে ৫ উইকেট হারানো দলের বিপদে ব্যাট করতে নেমে ২২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার ব্যাটসম্যানের প্রশংসা করতেও ভুললেন না আফিফ, ‘সোহান ভাই দারুণ ব্যাটিং করেছে। তার সঙ্গে ব্যাটিংয়ের সময় পরিকল্পনা ছিল- উইকেট না দিয়ে কীভাবে রান করা যায়। সেই চেষ্টাই করছিলাম। তার সাইড থেকে ভালো সমর্থন পাওয়ায় আমার ওপর তেমন চাপ পড়েনি।’

আফিফের বিশ্বাস ছিল, উইকেটে টিকে থাকতে পারলে ম্যাচ জেতাতে পারবেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘নামার সময় রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা বার্তা ছিল, যেন দুই-তিন ওভার স্বাভাবিক ক্রিকেট খেলি। আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকা, ম্যাচটা শেষ করে আসা। ব্যাটিংয়ে নেমে আমি উইকেট বোঝার চেষ্টা করেছি। বিশ্বাস ছিল- রান যতই লাগুক, উইকেটে শেষ পর্যন্ত টিকতে পারলে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ের পর বুধবার বাংলাদেশ জিতেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফিফ। যদিও অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। 

তবে ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন এই তরুণ। ৩১ বলে নজড়কাড়া ৫টি চার এবং দুর্দান্ত ১টি ছয়ের মারে খেলেন ৩৭ রানের ইনিংস। যাতে ৮ বল হাতে রেখেই জয়ের আনন্দে মাতে টাইগাররা। সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে। শুক্রবার (৬ আগস্ট) একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি