‘মুস্তাফিজ বিশ্বমানের চ্যাম্পিয়ন বোলার’
প্রকাশিত : ১১:০২, ৭ আগস্ট ২০২১
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান
বহুলালোচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখা মিলছে এক দুর্দান্ত মুস্তাফিজুর রহমানের। আগের সেই ছন্দ ফিরে পেয়ে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নেয়ার পর তৃতীয় ম্যাচে তো অসাধারণ বোলিং করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কারণে মুস্তাফিজকে রীতিমত বিশ্বসেরা চ্যাম্পিয়ন বোলার হিসেবে আখ্যায়িত করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের দুই ম্যাচে ৩৯ রান দিয়ে ৫টি উইকেট নিলেও এদিন অবশ্য কোনও উইকেটের দেখা পাননি ফিজ, তবে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৯ রান। ডট বল করেছেন ১৫টি। শেষ দুই ওভারে জয়ের জন্য যখন অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান, তখন ১৯তম ওভারে এসে মুস্তাফিজ খরচ করেন মাত্র ১টি রান। যাতে শেষ হয়ে যায় অজিদের জয়ের আশা। তাইতো ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ফিজই।
মুস্তাফিজকে তাই রীতিমত প্রশংসার সাগরে ভাসান রিয়াদ, ‘মুস্তাফিজ অসাধারণ ছিল। নিঃসন্দেহে, ও একজন চ্যাম্পিয়ন বোলার। মুস্তাফিজের আজকের (তৃতীয় ম্যাচের) স্পেলটি ৫ উইকেট পেলে যে রকম হয়, তার চেয়ে কম না। এরকমই গুরুত্বপূর্ণ একটি স্পেল ছিল এটি। বিশেষ করে শেষ ওভারে ১ রান ও পাঁচটা ডট বল করা বিরাট ব্যাপার।’
অধিনায়ক আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, মুস্তাফিজ দলের প্রয়োজনের সময়েই নিজেকে নিংড়ে দিয়েছে। আমি সবসময়ই বিশ্বাস করি, ও একজন চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ ও আরও অনেক বছর খেলবে এবং দলকে আরও অনেক ম্যাচ জেতাবে।’
শুধু মুস্তাফিজ নয়, সব বোলারকেই কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক। রিয়াদের ভাষায়, ‘সাকিবকে যখন শেষ ওভারে আনা হলো, তখন আমাদের উইকেট খুব দরকার ছিল। সাকিব সেটা নিতে পেরেছে। সব বোলার এবং ফিল্ডারদেরই এই কৃতিত্ব, তারা সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনই এক ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০ রানের ব্যবধানে। আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান। জবাবে অস্ট্রেলিয়া থামে ১১৭ রানে। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।
এনএস//