ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাহমুদুল্লাহ-মুস্তাফিজে মুগ্ধ মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৭ আগস্ট ২০২১

মাশরাফি বিন মুর্তজা কৌশিক

মাশরাফি বিন মুর্তজা কৌশিক

দুই ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুর্দান্ত পারফরমেন্সে ক্রিকেট মহলের প্রশংসা কুড়িয়েছে টাইগাররা। প্রশংসা করতে ভুল করেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

শুক্রবার (৬ আগস্ট) তৃতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হবার পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন মাশরাফি।

সেখানে মাশরাফি লিখেছেন, ‘শক্তিশালী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়। মুস্তাফিজের অসাধারণ স্পেল। শেষ ১২ বলের ১০ ডেলিভারিই ডট, অবিশ্বাস্য! মাহমুদুল্লাহ রিয়াদও দারুণ। এই ধারা অব্যাহত থাকুক। অভিনন্দন ছেলেদের।’

ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৩ বলে ৪টি চারে ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ভর করেই ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় টাইগাররা। তবে এই মামুলি সংগ্রহ নিয়েই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের বোলাররা। 

বিশেষভাবে বল হাতে চমক দেখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন ফিজ। এতে ছিলো ১৫টি বলই ডট। ১৯তম ওভারে মাত্র ১ রান দেন তিনি। যার প্রেক্ষিতে ১০ রানের জয়ে আনন্দে মাঠে টাইগাররা। 

আজ সন্ধ্যায় চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। সন্ধ্যা ৬টায় ম্যাচটা শুরু হবে মিরপুর শেরে বাংলায়। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি