ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৭ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বাংলাদেশি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। টাইগারদের বোলিংয়েই বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। এবার সামনে হোয়াইটওয়াশ মিশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক ইতিহাস গড়া বাংলাদেশ মাঠে নামছে চতুর্থ টি-টোয়েন্টিতে।

মিরপুরে এই ম্যাচে এরইমধ্যে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের মতো এবারও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই অস্ট্রেলিয়াকে নাকাল করেছে টাইগার ব্রিগেড। প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ের পর দ্বিতীয়টিতে ৫ উইকেট আর সিরিজ জয়ের ম্যাচে ১০ রানের জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

হাতে আর দুটি ম্যাচ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়, সিরিজ জয়ের মাইলফলক হয়ে গেছে। এখন শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জাও দিতে পারবে স্বাগতিকরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি