ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও অলিম্পিক ভিলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

জাপানের স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটায় কেঁপে উঠল টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬। অলিম্পিক ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।

বুধবার (৪ আগস্ট) সকালে এই ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া দপ্তর কোনও সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। 

টোকিওতে থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’  আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’ 

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। এই ভয় থেকেই গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ভুমিকম্পে নষ্ট না হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি