ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ ম্যাচ খেলেই দেশ ছাড়বেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৯ আগস্ট ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

বহুলালোচিত অস্ট্রেলিয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সাকিব খেলবেন না বলে যে গুঞ্জন উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন অলরাউন্ডার নিজেই। জানা গেছে, শেষ ম্যাচ খেলেই দেশ ছাড়বেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার জন্য ফ্লাইট ধরবেন তিনি।

বিসিবি নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, সিরিজ শেষে ১০ বা ১১ আগস্ট দিবাগত রাতে দেশ ছাড়বেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরের আগেই তিনি চলে আসবেন দেশে। অংশ নেবেন কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

এর আগে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটা মোটেও ভালো কাটেনি সাকিবের। ব্যাট হাতে ২৬ বলে মাত্র ১৫ রান করতে সক্ষম হন তিনি। বল হাতে ছিলেন আরও বিবর্ণ। এক ওভারে পাঁচ ছক্কা হজম করেন তিনি। লো স্কোরিং ম্যাচে ৪ ওভারে রান দেন ৫০, ছিলেন উইকেটশূন্য। তবে প্রথম তিনটি ম্যাচে তার সংগ্রহ ৮৮ রান ও শিকার করেন ৩টি উইকেট।

তাই আজ পঞ্চম ম্যাচে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। মাত্র দুটি উইকেট পেলেই টি-টোয়েন্টি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন তিনি।

এদিকে, ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। শেষ ম্যাচটি তাই শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ হলেও ব্যবধান ৩-২ করে দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া। অন্যদিকে, ৪-১ ব্যবধান রেখে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি