মেসির জন্য মন খারাপ মুশফিকের
প্রকাশিত : ১৪:১২, ৯ আগস্ট ২০২১
অশ্রুসিক্ত চোখে প্রিয় ও ভালোবাসার ক্লাব বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। তার সাথে কেঁদেছে সারা বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমি। বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়ায় মন খারাপ বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও। কারন মেসির জন্যই বার্সেলোনার ভক্ত হয়েছিলেন মুশফিক।
আগামী মৌসুম থেকে বার্সেলোনায় দেখা যাবে না মেসিকে। এমনটা অনেকেই ভাবতে পারছেন না। অন্যদের মত ভাবতে পারছেন না মুশফিকও। কারণ এই মেসির জন্যই তো বার্সেলোনার খেলা দেখতেন বেশিরভাগ ফুটবলপ্রেমি। মেসি না থাকলে, কার জন্য বার্সার খেলা দেখবেন তারা। তেমন উপলব্ধি মুশফিকেরও।
তাই তো নিজের মনের কষ্টটা সাামজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে একটুও কার্পণ্য করেননি মুশফিক।
রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখে খুব কষ্ট হচ্ছে। তিনি আমার প্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন এবং যে কারণে আমি এফসি বার্সেলোনার বিশাল ভক্ত হয়েছি। জানি না কার জন্য বার্সেলোনার খেলা দেখবো। জাদুকরের জন্য শুভ কামনা রইলো।’
এমন স্ট্যাটাসের সাথে ন্যু ক্যাম্পে মেসি একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও আপলোড দিয়েছেন মুশফিক।
সূত্র : বাসস
এসএ/