ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বাংলাদেশে আসছেন জেমি ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আর এ জন্য ডাক পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র। তিনি আজ শুক্রবার ঢাকায় আসছেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব শেষে তিনি ছুটি কাটাতে নিজের দেশে গিয়েছিলেন।

অক্টোবরে সাফ ছাড়াও সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক ম্যাচের ‘ফিফা উইন্ডো’ রয়েছে। জেমির সে জন্যও ঢাকায় চলে আসার কথা। তবে এখন তিনি সাফকে সামনে রেখেই পরিকল্পনা সাজাবেন।

২৭ আগস্ট পর্যন্ত চলবে লিগ। বাকি থাকবে শুধু এএফসি কাপে ব্যস্ত থাকা বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ। সেপ্টেম্বরের ৭ তারিখ ফিফা উইন্ডো শেষে সেই ম্যাচগুলো দিয়ে এই মৌসুমের লিগের ইতি টানা হবে।

লিগের পর জাতীয় দল পুরোপুরিভাবে নেমে যাবে সাফের প্রস্তুতিতে। তার আগে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফুটবলারদের অবস্থা পরখ করে নেওয়ার সুযোগ থাকছে জেমির। সেই ম্যাচ কয়টা হবে, প্রতিপক্ষ কারা- শুক্রবার জাতীয় দল কমিটির সভা শেষে তা জানা যেতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি