ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবর-ফাওয়াদের ব্যাটে শক্ত অবস্থানে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২১ আগস্ট ২০২১

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুতেই ব্যাট হাতে নেমে মহাবিপদে পড়ে পাকিস্তান। ২ রানে প্রথম ৩ উইকেট হারায় তারা। বিপদ থেকে দলকে টেনে তুলে পাকিস্তানকে ভালো অবস্থায় যাবার পথ দেখান অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। এতে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৪ উইকেটে ২১২ রান করেছে পাকিস্তান। বাবর ৭৫ রানে আউট হন। ৭৬ রানে আহত অবসর নেন ফাওয়াদ। 

গতরাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নামা পাকিস্তানকে মহাবিপদে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও জেইডেন সিলেস। প্রথম ২৩ বলে পাকিস্তানের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রোচ ও সিলেস। 

ওপেনার আবিদ আলিকে ১ ও আজহার আলিকে শুন্য রানে শিকার করেন রোচ। আরেক ওপেনার ইমরান বাটকে ১ রানের বেশি করতে দেননি সিলেস। 
২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন বাবর ও ফাওয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলে   প্রথম ও দ্বিতীয় সেশনে অবিচ্ছিন্ন থাকেন এ জুটি। 

এই জুটি ভাঙ্গতে সর্বাত্মক চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তবে দলীয় ১৬০ রানে পায়ে ক্র্যাম্প করে আহত অবসর নিয়ে প্যাভিলিয়নে ফিরেন ফাওয়াদ। বাবরের সাথে চতুর্থ উইকেটে ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ফাওয়াদ। ১১টি চারে ১৪৯ বলে ৭৬ রান করেন তিনি। ফাওয়াদ প্যাভিলিয়নে ফিরে যাবার পর আউট হন বাবর। রোচের তৃতীয় শিকার হওয়ার আগে ১৩টি চারে ১৭৪ বলে ৭৫ রান করেন পাকিস্তান অধিনায়ক। 

দলীয় ১৬৮ রানে বাবরের আউটের পর জুটি বাঁধেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। আলো স্বল্পতার কারনে দিনের খেলা শেষ হবার আগ পর্র্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। জুটিতে ৪৪ রান তুলেছেন তারা। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের রোচ ৩টি ও সিলেস ১টি উইকেট নিয়েছেন। 

প্রথম টেস্ট ১ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি