ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

অবশেষে শচীনের ‘দুর্বলতা’ ফাঁস করলেন মুরালি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২২ আগস্ট ২০২১ | আপডেট: ১০:৩৪, ২২ আগস্ট ২০২১

মুত্তিয়া মুরালিধরন ও শচীন টেন্ডুলকার

মুত্তিয়া মুরালিধরন ও শচীন টেন্ডুলকার

আন্তর্জাতিক ক্রিকেটে একই সময়ে খেলেছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও একে অপরের মুখোমুখি হয়েছেন বহুবার। মুরালির বিপক্ষে রান তুলেছেন টেন্ডুলকার, আবার টেন্ডুলকারকে আউটও করেছেন মুরালি। ক্রিকেটের বহু রেকর্ডকে নিজের করা দু’জনই ক্রিকেট ছেড়েছেন বহুদিন হলো।

এতদিন পর এসে টেন্ডুলকারের ‘দুর্বলতা’ ফাঁস করলেন মুরালিধরন। তিনি জানান, অফস্পিনে দুর্বলতা আছে টেন্ডুলকারের। তবে লেগ-স্পিনে স্বাচ্ছন্দ্যে খেলতেন তিনি।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে ১শ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও নিজের দখলে রেখেছেন তিনি। অন্যদিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮শ উইকেটের মালিক মুরালিধরন। ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকারকে ১৩বার আউট করা কিংবদন্তি মুরালির মতে, টেন্ডুলকারের দুর্বলতার জায়গা ‘অফ স্পিন’।

‘ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেন, ‘টেন্ডুলকারকে বল করতে আমি কখনও ভয় পাইনি। কারণ সে আমাকে আঘাত করতো না। কিন্তু শেবাগ আপনাকে আঘাত করবে। টেন্ডুলকার উইকেট আগলে রাখতো, বল বুঝতে পারতো এবং টেকনিকটাও জানা ছিল বেশ।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে আমার একটা কথা মনে হতো, অফ-স্পিনের বিপক্ষে ছোট্ট একটা দুর্বলতা আছে শচিনের। লেগ-স্পিনে সে মারতো, কিন্তু অফ-স্পিন খেলতে কিছুটা কঠিন লাগতো টেন্ডুলকারের। কেননা আমি তাকে বহুবার আউট করেছি। আমি দেখেছি, অনেক অফ-স্পিনাররই তাকে আউট করেছে।’

মুরালি যোগ করেন, ‘আমি জানি না কেন। কখনও এটা নিয়ে তার সাথে কথা হয়নি। জিজ্ঞেস করা হয়নি- তুমি কি অফ স্পিনে অস্বস্তিবোধ করো? তবে আমার মনে হয়, তার কিছুটা দুর্বলতা ছিল। এজন্য অন্যদের তুলনায় আমি বাড়তি সুবিধা পেতাম। তবে টেন্ডুলকার এতটাই কঠিন ছিল যে, তাকে আউট করা খুবই কঠিন।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি