ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইগারদের কোয়ারেন্টাইন শুরু কাল থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৩ আগস্ট ২০২১

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে কোয়ারেন্টাইন ও অনুশীলন বাবদ হাতে রয়েছে মাত্র সপ্তাহখানেক। তাই গতকাল (২২ আগস্ট) থেকেই হোম কোয়ারেন্টাইনে প্রবেশ করেছে নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররা। মঙ্গলবার (২৪ আগস্ট) থেকেই তিন দিনের কোয়ারেন্টাইন পালনে হোটেলে উঠবে টাইগাররা।

স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারদের জন্য আজ ও কাল হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে বিসিবি। এ দুই দিন ঘরের বাইরে যেতে পারবেন না কোনও ক্রিকেটার। তাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও এই দুদিন ছিল একেবারেই নীরব।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল। পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন এদিন সকালেই। এরপর দলের সঙ্গে যোগ দিবেন হোটেলে।

একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড দলও। এরপর তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর ২৭ তারিখ থেকে অনুশীলন করার সুযোগ পাবে দুই দল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বিকেলে ৪টায়।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড: 
মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসাইন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসাইন পাটোয়ারী, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি