ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করলো জেভরেভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৪ আগস্ট ২০২১

সিনসিনাতি মাস্টার্স বিজয়ী আলেক্সান্দার জেভরেভ রাফায়েল নাদলকে পিছনে ফেলে এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করেছেন।

২৪ বছর বয়সী এই জার্মান টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছিলেন। রোববার সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আন্দ্রে রুবলেভকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন জেভরেভ। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করলেন এই জার্মান তারকা। 

এদিকে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বাম পায়ের ইনজুরিতে ভোগা নাদাল গত সপ্তাহে ইউএস ওপেনে না খেলার ঘোষনা দিয়েছেন। একইসাথে তিনি জানিয়েছেন এ বছর আর তার কোর্টে নামা হচ্ছেনা। 

নাদালের পাশাপাশি ফ্লাশিং মিডোতে আরো খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। এই দুজন র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ ও নবম স্থানে রয়েছেন।

কানাডিয়ান তরুন ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে দুই ধাপ উপরে উঠে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ ও ফ্রেঞ্চম্যান গায়েল মনফিলস শীর্ষ ২০’এ ফিরেছেন।
এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ১১,১১৩ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ (রাশিয়া)            ৯৯৮০
৩. স্টিফানো সিতসিপাস (গ্রীস)            ৮৩৫০
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৮২৪০
৫. রাফায়েল নাদাল (স্পেন)               ৭৮১৫
৬. ডোমিনিক থিয়েম (অস্টিয়া)             ৬৯৯৫
৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৬৪০০
৮. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)              ৫৫৩৩
৯. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)          ৪১২৫
১০. ডেনিস শাপোভালোভ (কানাডা)      ৩৫৮০
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি