ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতের কফিনে ফুল ফোটাচ্ছেন ইংলিশরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৬ আগস্ট ২০২১

মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন অ্যান্ডারসন

মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন অ্যান্ডারসন

বৃষ্টির কারণে ভেস্তে যায় নাটিংহ্যাম টেস্ট। লর্ডসে ১৫১ রানে জয় পায় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে (১-০) এগিয়ে থাকা বিরাট কোহলিদের হেডিংলেতে অবশ্য একেবারে কোণঠাঁসা করে দিয়েছে ইংল্যান্ড। মাত্র ৭৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪২ রানে এগিয়ে রয়েছে জো রুট বাহিনী।

বুধবার (২৫ আগস্ট) লিডসে শুরু হওয়া এই ম্যাচের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হেনেছিলেন জেমস অ্যান্ডারসন। মাত্র ২১ রানের মধ্যেই কেএল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিকে আউট করে ভারতীয় ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন ৩৯ বছরের আগ্রাসী তরুণ জিমি। 

৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৩টি উইকেট, মেইডেন আদায় করেছেন পাঁচটি। আর ভারতের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ২৭ বছর বয়সী তরুণ পেসার ক্রেইগ ওভারটন। ৩টি উইকেট নিয়েছেন তিনিও। মাঝে অলিয়ে রবিনসন এবং স্যাম কারান তুলে নেন ২টি করে উইকেট।

যার প্রেক্ষিতে মাত্র ৭৮ রান করেই অলআউট হয় কোহলির দল। যা টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ভারতের নবম সর্বনিম্ন স্কোর। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে ১০৫ বল খেলা হিটম্যান খ্যাত ওপেনার রোহিতের ব্যাট থেকে। ১৮ রান করেন আজিঙ্কা রাহানে।

আর দুই অঙ্ক ছোঁয়া তৃতীয় সর্বোচ্চ ১৬ রান আসে মিস্টার এক্সট্রা খাত থেকে। অন্যদিকে, টানা পঞ্চাশ ইনিংসে শতকহীন থাকার রেকর্ড গড়েন হালের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আউট হন মাত্র ৭ রান করে।

লিডসের উইকেটে ভারতের ব্যাটসম্যানরা নাকানিচুবানি খেলেও একই উইকেটে রানের ফুল ফোটাচ্ছেন দুই ইংলিশ ওপেনার। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের অর্ধশতক পূরণ করেন ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস এবং হাসিব হামিদ। হামিদ অপরাজিত আছেন ৬০ রান করে। আর বার্নস অপরাজিত ৫২ রান করে। ৪২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১২০ রান। ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি