ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রোনালদোহীন প্রথম ম্যাচেই হারল জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৯ আগস্ট ২০২১

দিবালার এই হতাশাই জানান দেয় ম্যাচের ফল

দিবালার এই হতাশাই জানান দেয় ম্যাচের ফল

গত মৌসুমটা একেবারেই ভালো কাটেনি রেকর্ড সংখ্যকবার ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। তার ওপর সদ্যই দল ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ যুবরাজের অনুপস্থিতিতে মৌসুমের দ্বিতীয় ম্যাচেই এম্পোলির বিপক্ষে ১-০ গোলে হেরে গেল তুরিনের বুড়িরা।

গত ২২ আগস্ট প্রথম ম্যাচে উদিনেজের বিপক্ষে বাতিল হয়েছিল রোনালদোর গোল। গত রাতে এম্পোলির বিপক্ষে ম্যাচ জিততে তাই মরিয়া ছিল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শীষ্যরা। তবে চরম হতাশার রাতে ঘরের মাঠে পরাজয়ই সঙ্গী হলো বিয়ানকোনেরির।

রোনালদো পরবর্তী যুগে নিজেদের প্রমাণ করতে মরিয়া আলেগ্রির শীষ্যরা ম্যাচের শুরুটা কিন্তু দারুণভাবেই করেছিল। এম্পোলির বিপক্ষে জুভদের রেকর্ডও দারুণ। ফলে জয়ের আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। প্রথম ১০ মিনিটে দুর্দান্ত কিয়েসার সুবাদে কার্যত এম্পোলিকে উড়িয়ে দেয়ার হাবভাবই ধরা পড়ছিল জুভদের খেলায়।

তবে ম্যাচের ২১ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় গত মৌসুমে এম্পোলির হয়ে সর্বোচ্চ গোলদাতা, অধিনায়ক লিওনার্দো ম্যানকুসোর কাছে বল চলে যায়। সুযোগকে কাজে লাগিয়ে তুরিনের বুড়িদের জালে বল জড়াতে কোনো ভুল করেননি তিনি। চার মিনিট পরেই প্যাট্রিক কুট্রোনের শটে প্রায় দ্বিতীয় গোল করে ফেলেছিল এম্পোলি। তবে অল্পের জন্য গোল হয়নি। 

নেদিম বাজরামির দুরন্ত পারফরম্যান্সে এম্পোলি প্রথমার্ধের বাকি সময়টা দাপুটে খেললেও ১-০ তেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। মাঠ ছাড়ার সময় জুভ সমর্থকরা নিজেদের ব্যবহারে স্পষ্টতই নিজেদের ক্ষোভ জাহির করেন। দ্বিতীয়ার্ধে গোলের সন্ধানে আলভারো মোরাতা, ডেয়ান কুলেসেভস্কির পাশপাশি ইউরো চ্যাম্পিয়ন ম্যানুয়েল লোকাতেলিকেও মাঠে নামান আলেগ্রি।

৭০ মিনিটে কুলেসেভস্কি গোলের করার কাছাকাছি এসেও ব্যর্থ হন। ইনজুরি টাইমে লোকাতেলির শটেও গোল হয়নি। অবশেষে ১-০ গোলেই পরাজিত হন পাওলো দিবালারা। দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট নিয়ে বর্তমানে সিরি-আ লিগ টেবিলের ১৩ নম্বরে তারা। জুভদের পরের ম্যাচ নাপোলির বিরুদ্ধে, আগামী ১২ সেপ্টেম্বর। আর এম্পোলির প্রতিপক্ষ ভেনেজিয়া।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি