ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোহানই থাকছেন উইকেটরক্ষক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৩১ আগস্ট ২০২১

নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করা নুরুল হাসান সোহানই থাকছেন উইকেটরক্ষকের ভূমিকায়। আর তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন এই সিরিজে দলে ফেরা নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো।

টাইগারদের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে মিডল অর্ডার আর উইকেটের পেছনে দিয়েছেন আস্থার প্রতিদান। দিন কয়েক আগেই জানিয়েছিলেন, একাদশে সুযোগ পেলে এবারও উজাড় করে দিতে চান নিজেকে। প্রতিদান মিলল হাতেনাতেই। সিরিজ শুরুর আগেই সোহান পেলেন কোচের ‘সার্টিফিকেট’। তবে জায়গা পোক্ত করতে হলে প্রথম দুই ম্যাচে আবারও প্রমাণ করতে হবে নিজেকে।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ আগস্ট) জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, সিরিজের উদ্বোধনী ম্যাচে সোহানই থাকবেন উইকেটরক্ষকের ভূমিকায়। এমনকি প্রথম দুই ম্যাচেই সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা দলের।

ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই, সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্ব রাখার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে ২ ম্যাচ করে সুযোগ পেলে হয়ত পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিতে পারব (উইকেটরক্ষক হিসেবে কে এগিয়ে)। আর হ্যাঁ, সোহান প্রথম ম্যাচে কিপিং করবে।’

বিগত জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন না মুশফিকুর রহিম। সীমিত ওভারে সাধারণত তিনিই বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন। এই দুই সিরিজে ছিলেন না আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসও, যিনি নিউজিল্যান্ড সিরিজ দিয়েই দলে ফিরেছেন।

তবে মুশফিক ও লিটন দলে থাকলেও ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজের উদ্বোধনী ম্যাচে সোহানের হাতেই দেখা যাবে উইকেটরক্ষকের গ্লাভস। অর্থাৎ একাদশে থাকছেন তিনজনই। কিন্তু একাদশটা কেমন হবে? সেটা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি