ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কাঁটা চামচ’ নিয়েই ব্যাট করলেন শোয়েব মালিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৩১ আগস্ট ২০২১ | আপডেট: ১২:০২, ৩১ আগস্ট ২০২১

পায়ে কাঁটা চামচ নিয়েই ব্যাট করেন শোয়েব মালিক

পায়ে কাঁটা চামচ নিয়েই ব্যাট করেন শোয়েব মালিক

Ekushey Television Ltd.

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যাট করার সময় এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেললেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শোয়েব মালিক। সাধারণত ক্রিকেটাররা যে সু পরে ব্যাট করেন, তার নীচে স্পাইক ছাড়া আর অন্য কিছু থাকার কথা নয়। তবে সিপিএলের ম্যাচ চলাকালীন শোয়েবের বুটের তলায় ছিল কাঁটা চামচ! আর তা নিয়েই ব্যাট করেন তিনি।

শুনতে অবাক লাগলেও সিপিএলে গতকাল ঘটেছে এমনই অদ্ভুত ঘটনা। ব্যাপারটি ক্রিকেটের ইতিহাসে একেবারে নজিরবিহীন। সাম্প্রতিককালে এমন কোনও কিছুর উদাহরণ নেই। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ঘটে যাওয়া সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। 

সিপিএলে গতকাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যাট করছিলেন শোয়েব মালিক। ব্যাটিংয়ের সময়ে হঠাৎই স্ট্যাম্প ক্যামে ধরা পড়ে যায় শোয়েবের জুতোর তলায় জুড়ে আছে একটি কাঁটা চামচ!

লাইভ সম্প্রচারে সেই ছবি ধরা পড়ে। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি শোয়েব মালিক নিজেও। পরবর্তীতে তিনি তা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে জুতোর সোল থেকে কাঁটা চামচটি ছাড়িয়ে নেন শোয়েব।

গায়ানার এদিনকার ম্যাচটি ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে। ম্যাচে হারের মুখ দেখতে হয় শোয়েবদের। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হন শোয়েব। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে শোয়েবের দল। অন্যদিকে, তিনে তিন জয়ে যথারীতি শীর্ষে প্যাট্রিয়টরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি