ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ম্যানইউতে কতদিন থাকবেন রোনালদো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৩১ আগস্ট ২০২১ | আপডেট: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২১

ঘরে ফেরা রোনালদো

ঘরে ফেরা রোনালদো

গত শুক্রবারই জুভেন্টাসের কাছ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘরে ফেরানোর কথা ঘোষণা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও অফিশিয়ালি তখনও পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি হয়নি ইংলিশ জায়ান্টদের। 

অবশেষে আজ মঙ্গলবার ক্লাবের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করার কথা জানিয়ে দিল ইউনাইটেড।

আগেই শোনা গিয়েছিল যে, ইউনাইটেডের তরফে রোনালদোর মেডিক্যাল হয়ে গিয়েছে লিসবনেই এবং তাঁর সঙ্গে দু'বছরের চুক্তি স্বাক্ষর করতে চলেছে ক্লাবটি। 

ম্যানচেস্টারের বিজ্ঞপ্তিতে কার্যত সেই খবরেই সিলমোহর দেয়া হলো। জানানো হলো যে, পর্তুগিজ তারকার সঙ্গে দ্বিতীয় দফায় দু'বছরের জন্য চুক্তি করা হয়েছে এবং আরও এক বছর চুক্তি বাড়িয়ে নেয়ার রাস্তাও খোলা রাখা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি