ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জো রুটকে কি থামাতে পারবেন কোহলিরা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২ সেপ্টেম্বর ২০২১

ভারতীয় শিবির

ভারতীয় শিবির

Ekushey Television Ltd.

ড্র হয়েছে নটিংহ্যামের প্রথম টেস্ট। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। আর লিডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে বড় জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় চতুর্থ টেস্টে যারা জিতবে, তারা সিরিজ হারের আশঙ্কা কাটিয়ে ফেলবে সেটা নিশ্চিত।

ওই তিন ম্যাচেই শতক হাঁকিয়ে সিরিজে এখন পর্যন্ত ৫০৭ রান তুলে সেরা রান সংগ্রাহক ইংলিশ অধিনায়ক জো রুট। সিরিজে রানের দিক দিয়ে তাঁর ধারে কাছেও নেই কেউই। ২৫২ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন লোকেশ রাহুল। তাই স্বাগতিকদের রান মেশিন রুটকে থামাতে বদ্ধ পরিকর ভারত শিবির। ওভালে কি রুটকে থামাতে পারবে শামি-বুমরাহরা?

সেই প্রশ্ন তোলা থাকলো কোহলিদের জন্যই। আপাতত দেখে নেয়া যাক, ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

দ্য ওভালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। টস অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ৩টায়। সনি সিক্স, সনি সিক্স এইচডি, সনি টেন-৩, সনি টেন-৩ এইচডি, সনি টেন-৪ ও সনি টেন-৪ এইচডি চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

মোবাইল ও অনলাইনেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে। JioTV-তেও দেখতে পাবেন ম্যাচের লাইভ স্ট্রিমিং।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি