ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ বাংলাদেশের লক্ষ্য ২-০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ৩ সেপ্টেম্বর ২০২১

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

দারুণভাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিন্ম ৬০ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতে চাপে পড়লেও ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

আর এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অবশ্য হোম কন্ডিশন বিবেচনায় এমনটা প্রত্যাশিতই ছিল।

মিরপুরের স্লো ও নিচু উইকেট বাংলাদেশের স্পিনার এবং পেসার মুস্তাফিজুর রহমানের জন্য যথার্থ। এখানে কাটার এবং স্লোয়ার খুব কার্যকরী এবং প্রথম ম্যাচটি পরিকল্পনা অনুযায়ীই হয়েছে। গত মাসে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারনোর পরিকল্পনা অনুসরণ করেছে টিম টাইগার। 

পরিকল্পনা অনুযায়ী স্পিনাররা প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাবে এবং কাজ শেষ করবেন মুস্তাফিজ। শুরুতেই স্পিনারদের বিপক্ষে খেই হারিয়েছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। এরপর শেষ দিকে লেজ ছেটে দিয়েছেন মুস্তাফিজ।

এমন দুর্দান্ত জয়ের পরও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যাচে বল হাতে ১০ রানে ২ উইকেট ও ব্যাট হাতে ২৫ রান করে ম্যাচ সেরা হওয়া বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘সিরিজের প্রথম ম্যাচে জয়ের অনুভূতি দারুণ। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে আমরা আগে কখনো জয় পাইনি।’

সাকিব আরও বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাসী করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা ভালো বল করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে আমাদের ব্যাটিং প্রত্যাশানুযায়ী হয়নি। ব্যাটিংয়ের জন্য কন্ডিশন উপযোগী নয়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আর মাত্র ৪ উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন সাকিব। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেটকে টপকে যাবেন তিনি। ৪ উইকেট শিকারের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গণে ১২ হাজার রানের পাশাপাশি ৬শ উইকেট শিকারের মালিক হবেন সাকিব। 

এদিকে, কঠিন বাস্তবতার পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে নিউজিল্যান্ড। কিন্তু অনভিজ্ঞ দল এবং এখানকার কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান পারফরমেন্সের কারণে কিউইদের জন্য তা বেশ কঠিনই বটে।

নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ভালো খেলতে পারনি। ব্যাটসম্যানরা শুরুতে ব্যর্থ হলেও মাঝে লড়াই করার চেষ্টা করেন টম ল্যাথাম ও হেনরি নিকোলস। শুরুর বিপদ সামলে উঠলেও, দু’জনই বড় শট খেলতে গিয়েই আউট হন। 
তবে আজ দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ভালো পারফর্ম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক টম ল্যাথাম। 

তিনি বলেন, ‘আমাদের শুরুটা হতাশাজনক। আমরা জানতাম, এটি কঠিন হতে চলেছে। কিন্তু  প্রয়োজনীয় মুহূর্তে আমরা উইকেট হারিয়েছি।’ লাথাম আরও বলেন, ‘এই কন্ডিশনে আমাদের যেকোনো একটি উপায় খুঁজে বের করতে হবে এবং একটি ভালো স্কোর করার চেষ্টা করতে হবে। বোর্ডে রান জমা করাটা এখানে সহজ নয়। যেমনটি আমি বলেছি, ভালো স্কোর করতে আরো কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। তবে বল হাতে ছেলেরা যে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।’

যদিও নিজেদের শেষ দশ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ওভার ওল সুখকর নয়। এখন পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে মাত্র ৩৯টিতে জিতেছে তারা। হেরেছে ৬৭টিতে। আর দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

তবে আজ বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচের জয়ী একাদশই দেখা যেতে পারে মাঠে। অন্যদিকে নিউজিল্যান্ড দলে আসতে পারে একটি পরিবর্তন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি