ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অতঃপর ছয়ে বাংলাদেশ, পাঁচে ওঠার হাতছানি

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ০৮:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২১

শেষ ওভারে উত্তেজনা ছড়িয়ে ম্যাচ জেতানো ফিজকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

শেষ ওভারে উত্তেজনা ছড়িয়ে ম্যাচ জেতানো ফিজকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ম্যাচ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইতোমধ্যেই উন্নতি করেছে বাংলাদেশ। শুক্রবার আরও এক ধাপ এগোনোর সুযোগ ছিল রিয়াদ বাহিনীর সামনে। নিজেদের মাটিতে সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রিয়াদ-মুস্তাফিজরা। দ্বিতীয় ম্যাচে জিতে রেটিং বাড়িয়ে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলল টাইগাররা।

বলা যায়, একবারে তলানিতেই ছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করছে টাইগাররা। অজি সিরিজের পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি জিতেই এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠে আসে দলটি। আর এখন দ্বিতীয় ম্যাচেও জিতে আরও একধাপ এগিয়ে ছয়ে অবস্থান নিল টাইগারদের।

কিউইদের বিপক্ষে উত্তেজনা ছড়ানো দ্বিতীয় ম্যাচটি ৪ রানের জিতে তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। আর তাতেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠল মাহমুদউল্লাহ-সাকিবরা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছে বাংলাদেশ, টাইগারদের থেকে এক রেটিং পয়েন্ট কম নিয়ে তাই সাতে নেমে গেল অস্ট্রেলিয়া। 

পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও তিন রেটিং কমেছে নিউজিল্যান্ডের। বর্তমানে ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চারেই আছে দলটি। আর ২৬১ রেটিং নিয়ে তিনে পাকিস্তান। ২৪৬ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পাঁচে।

তাইতো, ছয়ে ওঠা বাংলাদেশের সামনে এবার সুযোগ রয়েছে র‍্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। বাংলাদেশ পাঁচে উঠলে ছয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি