রোববার ঢাকা আসছে আফগানিস্তান
প্রকাশিত : ১৫:২৭, ৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৩১, ৪ সেপ্টেম্বর ২০২১
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল
গত ৩১ আগস্ট ঢাকায় আসার কথা ছিলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে কাবুলের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগান যুবাদের। ভিসা জটিলতার কারণে সফর বিলম্ব হয় তাদের। ফলে রোববারই দলটি ঢাকা এসে পৌঁছবে বলে নিশ্চিত হওয়া গেছে।
এবারের সফরে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
জানা গেছে, রোববার ঢাকায় পৌঁছানোর পর সিলেটে গিয়ে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান দল। দুইদিন অনুশীলন করে আগামী ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর।
আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান যুবারা।
এনএস//