ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চোট পেয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে হাতে চোট পেয়েছেন পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে মাঠ ছাড়তে হয়েছে। ইনিংসের ১৪তম ওভারে সাইফ বোলিংয়ে এসেছিলেন। শেষ বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন উইল ইয়াং। সেটা ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন সাইফউদ্দিন।

উইল ইয়াংয়ের তুমুল গতিতে স্ট্রেইট ড্রাইভ আটকাতে যান সাইফউদ্দিন। হাত বাড়িয়ে দিয়ে যেন ভুল করলেন। ঠিকঠাক আটকাতে পারলেন না তিনি। আঙুলে চোট পেয়ে মাঠে বসে পড়েন। এরপর ফিজিও জুলিয়ান কেলাফাতো দ্রুত মাঠে নামেন। জাতীয় দলের এই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন তিনি। এই ম্যাচে ২ ওভারে এখন অব্দি ১৩ রান দিয়েছেন সাইফউদ্দিন। 

তার ইনজুরি কতোটা মারাত্মক সেটি অবশ্য এখনো জানা যায়নি। রক্তক্ষরণ হয়েছিল কীনা তাও স্পষ্ট নয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার আগে নিশ্চিত করেই চিন্তায় পড়ে গেলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি