ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শীর্ষ দশে সাকিব-মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:২৯, ৯ সেপ্টেম্বর ২০২১

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিং তালিকায় তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। আর বাঁ হাতি পেসার মুস্তাফিজ আছেন দশম স্থানে।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ৬২৮। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সাকিব। এতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিবের।

৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে দশমস্থানেই আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন ফিজ। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও রেটিং বেড়েছে এই বাঁ-হাতি পেসারের। 

এক ধাপ করে এগিয়ে ষষ্ঠ ও সপ্তমস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার অ্যাস্টন আগার ও এডাম জাম্পা। এই তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। তার রেটিং পয়েন্ট ৭৯২।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি