ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাসুমের যে রেকর্ড আর কারো নেই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২১

নাসুম আহমেদ

নাসুম আহমেদ

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে অনন্য এক রেকর্ড গড়েন নাসুম আহমেদ। গত বুধবার (৮ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের এ ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে দুই মেডেনসহ মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। একইসঙ্গে নির্বাচিত হন সেরা খেলোয়াড়ও।

এদিন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে ২টি ওভারেই মেডেনসহ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন নাসুম। এর আগে অবশ্য এমন কীর্তি গড়তে পারেন নি আর কেউই। যদিও বাংলাদেশের আরেক বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ২০১৮ সালে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ২টি মেডেন নেন। তবে সেদিন কোনো উইকেট পাননি তিনি। সেদিন অপুর বোলিং ফিগার ছিলো ৪ ওভার ২ মেডেন ১৪ রান ০ উইকেট।

এদিকে, বিশ্বের ৩৩তম বোলার হিসেবে সংক্ষিপ্ত ভার্সনে এক ম্যাচে ২টি মেডেন ওভার পেলেন নাসুম। তবে দুটি ওভারেই উইকেটসহ মেডেন পাওয়া একমাত্র বোলার তিনিই।

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রাচিন রবীন্দ্রকে বিদায় দেন নাসুম। ওই ওভারে কোনো রান দেননি তিনি। এরপর ১২তম ওভারে পরপর দুই বলে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন নাসুম। দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে ১ রানে বোল্ড এবং তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে শূন্য রানে আউট করেন নাসুম। 

এমনকি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন নাসুম। তবে ব্লান্ডেল ক্রিজে এসে সেই সম্ভাবনাকে গুড়িয়ে দেন। তবে এই ওভারেও কোনো রান না দেয়ায় ডাবল-উইকেট মেডেন হয় নাসুমের। 

নাসুম আহমেদ এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চলতি বছরের মার্চে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই হ্যামিল্টনে অভিষেক হওয়া নাসুমের উইকেট সংখ্যা ১৭টি। গড় ১৫ এবং ইকোনমি রেট ৬.০৭। বেষ্ট বোলিং ফিগার ১০ রানে ৪ উইকেট। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন দুবার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি