ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারীদের ক্রিকেট নিষিদ্ধ করল তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২১

আফগান নারী ক্রিকেট দলের সদস্যরা

আফগান নারী ক্রিকেট দলের সদস্যরা

আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির তালেবান সরকার। তালেবানরা মনে করে, ক্রিকেট খেলায় নারীদের মুখ ও শরীরের কিছু অংশ অনাবৃত থাকে, যা ইসলাম কখনোই সমর্থন করে না। যে কারণেই দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধ করল তালেবানরা।

বিষয়টি নিশ্চিত করে তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক বলেন, ‘ক্রিকেট খেলায় কখনো কখনো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে নারীর মুখ এবং শরীরের কিছু অংশ অনাবৃত হয়ে পড়ে। ইসলাম কখনোই এটা সমর্থন করে না।’

তিনি আরো বলেন, ‘বর্তমান মিডিয়ার যুগে ছবি বা ভিডিও সবকিছুই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই নারীদের এমন খেলায় দেখাটা ইসলাম সমর্থন করে না।’

তালেবানরা আফগানিস্তান দখলের পর সে দেশের ক্রিকেট নিয়ে শঙ্কা তৈরী ছিলো। তবে তালেবানরা জানিয়েছিলো, দেশের ক্রিকেট নিয়ে কোনো রকম নেতিবাচক সিদ্ধান্ত তারা নেবে না। কিন্তু হঠাৎ করেই নারীদের ক্রিকেট নিষিদ্ধ ঘোষণা করলো তালেবানরা।

আর এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। ইতোমধ্যেই আফগান নারীদের সঙ্গে সম্ভাব্য টেস্ট সিরিজও না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি