শেষ ম্যাচের একাদশে আসছে ব্যাপক পরিবর্তন
প্রকাশিত : ১৮:০৬, ৯ সেপ্টেম্বর ২০২১
টিম বাংলাদেশ
গত মাসে হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গেও দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে শেষ দুটি ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সফলভাবে সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৃতীয় ম্যাচে হেরে চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ জয় করে টাইগাররা। তাই শেষ ম্যাচেও জয় দিয়ে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে চায় স্বাগতিক দল।
বিশ্বকাপের আগে জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য টাইগারদের। এমন লক্ষ্য নিয়ে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নামছে রিয়াদ বাহিনী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেল।
তবে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কারণ আঙ্গুলের পুরনো ইনজুরি নাড়াচাড়া দেয়ায় বিশ্রাম দেয়া হবে সাকিবকে। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হতে অপেক্ষায় থাকতে হচ্ছে টাইগার এই অলরাউন্ডারকে। মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ শিকারী হতে মাত্র ২টি উইকেট প্রয়োজন সাকিবের।
সাকিব ছাড়াও শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হবে সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকেও। তাই শেষ ম্যাচে সুযোগ পাচ্ছেন সাইড বেঞ্চ গরম করা সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শামীম হোসাইনরা।
দলে এই চারটি পরিবর্তন হলেও যথারীতি থাকছেন লিটন দাস, মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিম। আফিফ হোসাইন ও নুরুল হাসান সোহানও থাকছেন মূল একাদশে। একইসঙ্গে মাহেদি হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বিপ্লবকেও দেখা যেতে পারে মূল একাদশে।
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, সিরিজ জয় নিশ্চিতের পরও জয়ের ধারা অব্যাহত রেখে ব্যবধান ৪-১ করতে চান তিনি। রিয়াদ বলেন, ‘এই সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও ছেলেদের। আরও একটি সুযোগ আছে এবং আশা করছি দলগতভাবে ম্যাচটি জিততে পারব।’
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচটি ৬ উইকেটে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়েও আছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে ও দ্বিতীয়টি ৪ রানে জিতেছিলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ৫২ রানে জিতে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছিলো নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ ম্যাচ হেরে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারে সফরকারীরা।
যদিও ম্যাচটি জিততে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশ দলকে। ৯৪ রানের টার্গেট স্পর্শ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দুটি দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাসী রাখবে নিঃসন্দেহে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ওমান ও দুবাইয়ে হবে বিশ্বকাপ আসর।
তার আগে বাংলাদেশ দলের আর কোনো খেলা নেই। তবে বিশ্বকাপের এক সপ্তাহ আগে ওমানে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচটিই হবে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের আগে অবশ্য দু’টি অনুশীলন ম্যাচ রয়েছে টাইগারদের।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসাইন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।
এনএস//