ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভোরে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। আর এর ফলে গোলের দিক থেকে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।

এদিন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সাথে সাথে আর্জেন্টাইন মহাতারকা গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির। এত দিন কিংবদন্তী পেলেই (৭৭) লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে তিন গোল করার ফলে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯-এ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শুক্রবারই প্রথম খেলতে নামে মেসিবাহিনী। ম্যাচের ১৪তম মিনিটেই লিয়ান্দ্রো প্যারেদেশের বাড়ানো পাসে গোল করেন মেসি। বিরতির আগে আর কোনো গোল হয়নি।

 

বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ের সুবাদে এবারের বিশ্বকাপ যোগ্যতাপর্বে এখনো অপরাজিত রইল আর্জেন্টিনা। মেসির দল ৮ ম্যাচ খেলে মোট ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে যোগ্যতাপর্বের তালিকায় দ্বিতীয় স্খানে রয়েছে। তাদের মোট জয়ের সংখ্যা পাঁচ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি