ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বিশ্বকাপের আগে ওমরায় যাচ্ছেন ৭ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১১ সেপ্টেম্বর ২০২১

নিউজিল্যান্ড সিরিজ শেষে জৈব-সুরক্ষা বলয় ভেঙে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এদিকে, শনিবার (১১ সেপ্টেম্বর) জানা গেছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ৭ সদস্য যাচ্ছেন পবিত্র ওমরাহ পালনে। এর মধ্যে বিশ্বকাপ স্কোয়াডের ৫ সদস্য রয়েছেন।

পেসার তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে ওমরা পালনে যাবেন ওপেনার নাঈম শেখ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের সঙ্গে আরো যাবেন স্পিনার তাইজুল ইসলাম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানও। আগামী ১৬ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন তারা। ওমরাহ শেষ করে দেশে আবার ফিরবেন আগামী ২১ সেপ্টেম্বর।

ওমরাহ থেকে ফিরে প্রিয়জনদের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সময় কাটানোর সুযোগ পাবেন তাসকিন-সাইফুদ্দিনরা। এরপর প্রস্তুত হতে হবে বিশ্বকাপের জন্য। বাংলাদেশ দল অবশ্য বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ওমানে গিয়ে। সেখানে বিশ্বকাপের প্রথম পর্বে তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে যোগ্যতা অর্জন করতে হবে মূল পর্ব তথা সুপার টুয়েলভে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে অংশ নিতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। 

এরপর ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে খেলবে সাকিব-মাহমুদউল্লাহরা। আর কোয়ালিফায়ারের সর্বশেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষের স্কোয়াড
স্কটল্যান্ড : ডকাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, জশ ডেভি, ক্রিস গ্রিভস, অ্যালেসডার এভান্স, ওলি হেয়ারস, ম্যাথু ক্রস (উইকেটকিপার),  মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, সাফয়ান শরিফ, ক্রিস সোল, জর্জ মুনসি, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (অতি: উইকেটকিপার), মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইল।

ওমান : যীশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, মোহাম্মদ নাদিম, আয়ান খান, জতিন্দর সিং, খাওয়ার আলী, সুরজ কুমার, সন্দিপ গোউড, নেস্টার ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান,  ফায়াজ বাট, খুররম খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ।

পাপুয়া নিউগিনি : আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, কিপ্লিং ডরিগা, টনি উরা, হিরি হিরি, গডি টোকা, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসাইনা পোকানা, সেসে বাউ, ড্যামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরিয়া, চাঁদ সপার, জ্যাক গার্ডনার, সাইমন আটাই, জেসন কিলা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি