ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরের পিচ নিয়ে বোমা ফাটালেন সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ঘরের মাঠেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। তারপরেও এ দুই সিরিজ নিয়ে হয় নানা বিতর্ক-সমালোচনা। তবে সেসব সমালোচনায় কান না দেয়ার পরামর্শই দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একইসঙ্গে মিরপুরের পিচ নিয়েও বোমা ফাটালেন টাইগার তারকা।

সাকিব মনে করেন, বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে জয়ের ছন্দ ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারেও দ্বিধা নেই তার। তবে এসব ছাড়িয়ে আলোচনার তুঙ্গে মিরপুরের স্লো ও লো স্কোরিং পিচই। ভিলেন হিসেবেই দেখা হচ্ছে একে। 

আসলে বাংলাদেশের কন্ডিশন এশিয়ার বাইরের দেশগুলোর কাছে অনেকটাই অচেনা। এখানে এসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলের সাফল্য অর্জন তাই সহজ বিষয় নয়। তবে এবারের দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভোগান্তি ছিল চোখে লাগার মতো।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে বোলিং বান্ধব উইকেটে খেলা নিয়ে অনেক সমালোচনা সহ্য করেছে বাংলাদেশ। তবে সাকিব মনে করছেন, সিরিজ জয়ের এই আত্মবিশ্বাসই বাংলাদেশকে উপকৃত করবে।

তিনি বলেন, ‘হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস দেয়। আপনি অনেক ভালো খেলে ম্যাচ হারলে এই আত্মবিশ্বাস থাকবে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

এদিকে, ১৫ দিন আগে আরব আমিরাতে পৌঁছে বিশ্বকাপের ভেন্যুতেই অনুশীলন ক্যাম্প বাংলাদেশ করবে, খেলবে প্রস্তুতি ম্যাচও। তাতে প্রস্তুতির ষোলোআনা পূর্ণ হবে বলেও অভিমত সাকিবের।

টাইগার সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫-১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ওই কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না, এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যও অত্যন্ত কঠিন ছিল বলেই মন্তব্য করেছেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে আস্থার প্রতিদান দেয়নি টপ অর্ডার। এর আগে একই চিত্র ছিল অস্ট্রেলিয়া সিরিজেও। অজিদের ৪-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারালেও আশার আলো দেখাতে পারেননি লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকাররা।

তবে, ব্যাটিংয়ের জন্য এমন কঠিন উইকেটের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের যাচাই করা উচিৎ নয় বলেই মত দেন সাকিব। তা মতে, ‘এই ৯-১০টা ম্যাচ যারা খেলেছে, সবাই অফ ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো করেনি যে আপনি বলতে পারবেন, ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স খুব একটা গণ্য না করাই ভালো।’

উপরন্তু মিরপুরের পিচ নিয়ে কটাক্ষ করে সাকিব আল হাসান বলেন, ‘এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাই আমরা এটা কাউন্ট না করি।’ 

দলের ব্যাটসম্যানদের সমর্থন দিয়ে সাকিব আরও বলেন, ‘আসলে যারা দলে আছেন, সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি