ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইচ-নাঈমুরে বড় জয়ে সিরিজ টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ-আফগান যুবাদের তৃতীয় ম্যাচের দৃশ্য

বাংলাদেশ-আফগান যুবাদের তৃতীয় ম্যাচের দৃশ্য

Ekushey Television Ltd.

সিলেটে তৃতীয় ওয়ানডেতে ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যাতে ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের পক্ষে একাই ৫টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান নয়ন। তবে ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরি করা আইচ মোল্লা।

ম্যাচে ২২২ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আফগান যুবারা। যখনই জুটি গড়ে তুলতে চেয়েছে, বাংলাদেশের বোলাররা হেনেছেন আঘাত। বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান নয়ন মাত্র ১৭ রানে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া ১৭ রানে ৩টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। 

যার ফলে আফগানদের পক্ষে ১০ রানের কোটা পেরিয়েছেন মাত্র ৪ জন। সর্বোচ্চ ২২ রান এসেছে উইকেটকিপার বিলাল সায়েদির ব্যাট থেকে।

এর আগে মঙ্গলবার সকালে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হলেও আইচ মোল্লার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচে ফেরে টাইগার যুবারা। আইচের ব্যাট থেকে এসেছে ১৩০ বলে ১০৮ রান। 

এরপর শেষের দিকে তাহজিবুল ইসলাম (১৮) ও আব্দুল্লাহ আল মামুনের (৩২) অবদানে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন আফগান বোলার ফয়সাল খান আহমেদজাই।

এদিকে এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর, যথারীতি সকাল সাড়ে ৯টায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি