ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অধিনায়কত্ব হারাচ্ছেন বাবরও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১৭ সেপ্টেম্বর ২০২১

বাবর আজম

বাবর আজম

বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকা করলে অবশ্যই আসবে দুই সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলি ও বাবর আজমের নাম। তবে সম্প্রতি দুই পড়শি দেশের দুই অধিনায়কদের মধ্যে আসন্ন বিশ্বকাপের পরই বিশ ওভারের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা সদ্য জানিয়েছেন একজন। এবার কানাঘুষো শোনা যাচ্ছে আরেকজনকে সরিয়ে দেয়া নিয়েও।

আসন্ন বিশ্বকাপে নির্বাচকদের দেয়া দল নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম খুশি নন বলেই শোনা গিয়েছিল। এমনিতেই পাক দল নির্বাচন নিয়ে শোয়েব আখতারের মতো কিংবদন্তী প্রাক্তনরা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তার ওপর বাবরের অখুশি হওয়ার খবর যে পাক বোর্ডের অস্বস্তি বাড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এমন প্রেক্ষাপটে বাবরকেও অধিনায়ক পদ থেকে সরানোর খবর শোনা যাচ্ছে।

যদিও এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাবর আজম বলেন, ‘আমার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো ধারণা নেই।’ উল্টো দল নির্বাচন নিয়ে মতবিরোধ প্রসঙ্গে তিনি অধিনায়ক হিসাবে নিজের মতামত জানিয়েছেন এবং দলটা কোনো এক ব্যক্তির ইচ্ছায় হয়নি বলেই দাবি করেন। 

পাক অধিনায়ক বলেন, ‘আমার মতে, বোর্ড কর্মকর্তা এবং নির্বাচকরা দল বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের যুক্তি আগেই পেশ করেছেন। সুতরাং, আমি সম্পূর্ণভাবে দলের সঙ্গে আছি এবং আশা রাখছি দল ভালো করবে।’

এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তাই তার আগেই সব প্রস্তুতি সেরে নিতে বদ্ধপরিকর ছিল পাকিস্তান। 

তবে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিণ্ডিতে যে সাদা বলের সিরিজ হওয়ার কথা ছিল, নিরাপত্তা শঙ্কার দোহাই দিয়ে তা মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তেই বাতিল করে পাকিস্তান ছেড়ে দেশে ফেরার ঘোষণা দেয় সফরকারীরা। এতে আবারও হুমকি মুখে পড়লো দেশটির ক্রিকেট।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি