একনজরে আইপিএল-২০২১ এর যাবতীয় তথ্য-পরিসংখ্যান
প্রকাশিত : ২০:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২১
আইপিএল-২০২১
আরব-আমিরাতে পুনঃরায় শুরু হচ্ছে বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া আইপিএল-২০২১। বাংলাদেশ সময় ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়াস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের এই জনপ্রিয় লিগটির ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে দেখে নেয়া যাক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, চার-ছক্কা ও উইকেটকিপিং সংক্রান্ত যাবতীয় তথ্য-পরিসংখ্যান।
ম্যাচ ও অবস্থান: স্থগিত হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস বাদে বাকী ছয়টি দলই মোট ৭টি করে ম্যাচ খেলেছে। তবে দিল্লি ও পাঞ্জাব খেলেছে তাদের থেকে একটি করে বেশি। যাতে ছয়টি এবং পাঁচটি করে ম্যাচ জিতে সেরা তিনে জায়গা করে নিয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর চার জয়ে চারে জায়গা ধরে রেখেছে মুম্বাই।
অরেঞ্জ ক্যাপ: ৮ ম্যাচে সবচেয়ে বেশি ৩৮০ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান।
পার্পল ক্যাপ: ৭ ম্যাচে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ বা বেগুনি টুপির দখল নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্ষাল প্যাটেল।
ব্যাটিংয়ে নজির:
১. টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১৬টি ছক্কা হাঁকিয়েছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।
২. টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৪৩টি চার মেরেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।
৩. এক ওভারে সবচেয়ে বেশি ৩৬ রান তুলেছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।
৪. এক ম্যাচে সবচেয়ে বেশি ৮টি ছক্কা মেরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড।
৫. এক ম্যাচে সবচেয়ে বেশি ১৩টি চার মেরেছেন শিখর ধাওয়ান।
৬. সবচেয়ে বেশি ৪টি করে হাফসেঞ্চুরি করেছেন পঞ্জাবের লোকেশ রাহুল ও চেন্নাইয়ের ফ্যাফ ডু প্লেসিস।
৭. ১টি করে সেঞ্চুরি করেছেন রাজস্থানের সাঞ্জু স্যামসন, জস বাটলার ও আরসিবির দেবদূত পাডিক্কাল।
৮. পাডিক্কালের ৫১ বলে শতরান চলতি মৌসুমের দ্রুততম।
৯. পোলার্ডের ১৭ বলে হাফসেঞ্চুরি চলতি মৌসুমের দ্রুততম।
১০. বাটলারের ১২৪ চলতি মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
১১. সবচেয়ে বড় ১০৫ মিটারের ছক্কা মেরেছেন কায়রন পোলার্ড।
বোলিংয়ে নজির:
১. সবচেয়ে বেশি ২টি মেডেন ওভার নিয়েছেন ইশান্ত শর্মা।
২. সবচেয়ে বেশি ৭৬টি ডট বল করেছেন মোহাম্মদ শামি।
৩. এক ম্যাচে সবচেয়ে বেশি ১৮টি করে ডট বল করেছেন দীপক চাহার ও ক্রিস মরিস।
৪. সবচেয়ে কৃপণ বোলিং করেছেন ইমরান তাহির (ইকোনমি রেট ৪)।
৫. আন্দ্রে রাসেলের ১৫ রানে ৫ উইকেট চলতি আইপিএলের সেরা বোলিং ফিগার।
৬. রাবাদার ১৪৮.৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টার বলটাই চলতি আইপিএলের সবচেয়ে গতিশীল বল।
৭. এক ম্যাচে সবচেয়ে বেশি ৬২ রান খরচ করেছেন লুঙ্গি এনগিদি।
৮. একবার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও হার্ষাল প্যাটেল।
৯. দু'বার ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন দীপক চাহার।
ফিল্ডিংয়ে নজির:
১. টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮টি করে ক্যাচ ধরেছেন রবীন্দ্র জাদেজা ও শিখর ধাওয়ান।
২. এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি ক্যাচ ধরেছেন রবীন্দ্র জাদেজা।
উইকেটকিপিংয়ে নজির:
১. উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শিকার এবি ডি'ভিলিয়র্সের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি ৮টি ক্যাচ ধরেছেন। তবে কোনও স্ট্যাম্পিং নেই।
২. সবচেয়ে বেশি ২টি করে স্ট্যাম্পিং করেছেন ঋষভ পন্ট ও কুইন্টন ডি'কক।
৩. এক ম্যাচে সবচেয়ে বেশি ৩টি করে ক্যাচ ধরেছেন পন্ট, ধোনি ও ডি'ভিলিয়র্স।
এনএস//