ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জাতীয় যুব অনূর্ধ্ব-১৭ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ালটন ২য় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা।

বালক বিভাগের খেলা সোমবার থেকে শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। বালিকা বিভাগের খেলা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষে হবে ২৬ সেপ্টেম্বর। টুর্নামেন্টে বালক বিভাগে ১২টি এবং বালিকা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে আনুমানিক ৯ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ দেবে ৫ লাখ টাকা।
 
বালক দল: পঞ্চগড়, জামালপুর, বান্দরবান, চাপাঁইনবাবগঞ্জ, ঢাকা, কুষ্টিয়া, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, সুনামগঞ্জ এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা।

বালিকা দল: পঞ্চগড়, জামালপুর, নওগাঁ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি