ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেষ মুহূর্তের তিন মিনিটে রিয়ালের দুই গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:২৬, ২০ সেপ্টেম্বর ২০২১

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও প্রথমে লিড নিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিন মিনিটে দুবার জালে বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। প্রথমে হুগো দুরো ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেয়ার পর ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল। পরে জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। যদিও এই গোলে অবদান রাখেন ভিনিসিউস।

লা লিগায় তিন মৌসুম পর এই মাঠে জিতল রিয়াল। এখানে গত তিন ম্যাচের দুটিতে হেরেছিল তারা, অন্যটি ড্র। তবে এই ম্যাচটি আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে। গোলের উদ্দেশে রিয়াল শট নেয় ১৮টি, যার ১০টি ছিল লক্ষ্যে। আর ভালেন্সিয়ার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।

একের পর এক আক্রমণে শিরোপাপ্রত্যাশীদের কোণঠাসা করে ফেলে ভালেন্সিয়া। আদায় করে নেয় গোলও। তবে হার না মানা রিয়াল পার্থক্য গড়ে দেয় শেষবেলায়।

অবশ্য প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে প্রথম গোল হয়। গোলটি করেন ভ্যালেন্সিয়ার হুগো দুরো। দারুণ কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। তাতে পিছিয়ে পড়ে রিয়াল। ৮৫তম মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া।

কিন্তু ৮৬তম মিনিটে বেনজেমার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস। বাঁ দিক থেকে অরক্ষিত ভিনিসিউসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আসরে এটি তার পঞ্চম গোল। 

এর দুই মিনিট পর ভিনিসিউসের অ্যাসিস্টে বেনজেমা গোল করে এগিয়ে নেন রিয়ালকে। ভিনিসিউসের ক্রসে লাফিয়ে হেড করার চেষ্টা করেন বেনজেমা কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি; তবে তার কাঁধে লেগে বল ঠিকই ঠিকানা খুঁজে পায়। তিন মিনিটে ২ গোলের সুবাদে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনেচেলোত্তির শিষ্যরা।

এই জয়ে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। আর ভ্যালেন্সিয়া ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। ১১ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি