ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শুভমন গিল ও নিতীশ রানাতেই ভরসা কেকেআরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২১

আইপিএলে দ্বিতীয় পর্বে প্রথমবারের মত মাঠে নামছে কেকেআর। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সে।

প্রথম পর্বে ভালো করতে না পারা কেকেআর এবার ছন্দে ফিরে আসতে আত্মবিশ্বাসী। কেকেআর কোচ ডেভিড হাসির বিশ্বাস করেন, প্রথম পর্বে ভালো করতে না পারা শুভমন গিল ও নিতীশ রানা এবার ফিরে আসবে তাদের নিজ ছন্দে। তাদের সেরাটা দিয়ে চমকে দিবে সকলকে।

প্রথম সাত ম্যাচে গিল করেছেন ১৩২ রান। আর রানার সংগ্রহে মাত্র ২০১ রান। 

কেকেআর কোচ ডেভিড হাসির বলেন, ‘ওরা দু’জনেই খুবই প্রতিভাবান এবং দু’জনেই দলের জন্য ভাল খেলতে বদ্ধপরিকর। ওরা আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছে। আগামী দশ বছর ওরা দাপিয়ে খেলবে। তাই একবার ভাল খেলা শুরু করলে ওদের আটকানো মুশকিল হবে।’

হাসি আরো বলেন, ‘প্রথম পর্ব নিয়ে হতাশা থাকলেও তা কাটিয়ে উঠে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে মর্গ্যান। আমরা আশা করছি, অধিনায়ক হিসেবে মিডল অর্ডারে ও বড় রান করবে। ভাল ব্যাট করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও ভাল কাজ করবে।’

বর্তমানে সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কেকেআর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরএমএ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি