ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার আরসিবি’র অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪১, ২০ সেপ্টেম্বর ২০২১

জাতীয় দলের পর এবার বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের চলমান চর্তুদশ আসর শেষে অধিনায়ক থেকে সড়ে যাবেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান বিরাট কোহলি।

তিনি বলেন, ‘আরসিবি পরিবার, বেঙ্গালুরুর অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আজ আমি একটা ঘোষণা করতে চাই। বিকেলেই গোটা দলের সাথে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মৌসুম। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।’

কোহলি আরও বলেন, ‘কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছি, যাতে অনেক বছর ধরে আমার উপরে চেপে থাকা দায়িত্বের ভার কিছুটা কমে। যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভালভাবে পালন করতে চাই। নিজেকে সতেজ রাখতে, মানসিকভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে, আরসিবি ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই সেটা আমার দায়বদ্ধতা। আইপিএলের শেষ পর্যন্ত নিজেকে আরসিবির ক্রিকেটার হিসেবেই দেখতে চাই’ যোগ করেন কোহলি।

আরসিবির অধিনায়ক আরও বলেন, ‘৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হল। সুখ-দুঃখ দুটোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রত্যেককে ধন্যবাদ।’

২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ২০১৩ সালে অধিনায়ক হন তিনি। এখনও অধিনায়ক হিসেবে আইপিএলের শিরোপা জিততে পারেননি কোহলি।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেন কোহলি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়ক হিসেবে সড়ে যাচ্ছেন এ তারকা ব্যাটসম্যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি