ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের থিম সং ‘লিভ দ্য গেম’-এর ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে আইসিসি। 

আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফাইড পেইজে বৃহস্পতিবার আপলোড করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লিভ দ্য গেম’। গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। এই থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।

গানটির ভিডিওতে দেখা গেছে ভারতের বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন চরিত্র। কোহলি-পোলার্ডদের নিয়ে বিশ্বকাপ উন্মাদনায় মত্ত ক্রিকেটভক্তরা, ভিডিওতে সেটিই দেখানো হয়েছে।

এছাড়া ভিডিওতে ক্রিকেটপ্রেমি তথা সমর্থকরাও জায়গা পেয়েছেন। প্রিয় ক্রিকেটারের সাক্ষাৎ, তাদের সাথে খেলা, উল্লাসে মেতে উঠা, সবই ফুটে উঠেছে ভিডিওটিতে।

আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী দিনে বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে আসর। একই দিন ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ-স্কটল্যান্ড।

বাছাই পর্ব শেষে ২৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্ব।

দেখুন ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি