ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দশজন নিয়েও সহজে জিতলো বায়ার্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২১

জার্মান বুন্দেস লিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। দশজনের দল নিয়েও তারা ৩-১ গোলে হারিয়েছে ফুয়ের্থকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ফুয়ের্থের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল পায় বায়ার্ন। ম্যাচের ১০ মিনিটে থমাস মুলার গোল করে এগিয়ে নেন দলকে। আর ৩১ মিনিটে জসুয়া খিমিচ গোল করে ব্যবধান বাড়ান।

বিরতি থেকে ফেরার ৩ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় বায়ার্ন। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেঞ্জামিন পাভার্ড। বাকি সময় দশজন নিয়ে খেলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

এই অর্ধে ৬৮তম মিনিটে আরও একটি গোল পায় বায়ার্ন। অবশ্য এই গোলটি আসে আত্মঘাতি থেকে। ফুয়ের্থের সেবাস্তিয়ান গ্রিয়েসবেক নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন, এতে আরও এগিয়ে যায় বাভারিয়ানরা। অবশ্য ৮৭তম মিনিটে ফুয়ের্থের সেডরিক ইটেন একটি গোল শোধ দেন।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। সমান ম্যাচ থেকে ফুয়ের্থের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। তারাই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি