পাঁচ বছর পর স্বমহিমায় মুস্তাফিজ!
প্রকাশিত : ২০:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২১
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান
আইপিএলে ফের স্বমহিমায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আবির্ভাবেই নিজের বিষাক্ত কাটারে রথী-মহারথী ব্যাটারদের বিপাকে ফেলেছিলেন বাংলাদেশের তারকা পেসার। সে বছর ১৭টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন দ্য ফিজ।
তারপর অবশ্য মনে রাখার মতো হয়নি মুস্তাফিজের আইপিএল অভিযান। ২০১৭ সালে তো মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন তিনি। কোনও উইকেট পাননি। আর ২০১৮ আইপিএলে ৭ ম্যাচ খেলে সাকুল্যে ৭টি উইকেট নেন মুস্তাফিজ। এরপর ২টি মৌসুমের ব্যবধান কাটিয়ে ফের চলতি আইপিএলে ফিরে আসেন টাইগার এই কাটার মাস্টার। এবারে রাজস্থান রয়্যালসের হয়ে ইতিমধ্যেই ৯ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
তবে, চলতি আইপিলের সেরা বোলার বা বেগুনি টুপির দৌড়ে মুস্তাফিজুর রয়েছেন ১৩ নম্বরে। যদিও বিদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৪ নম্বরে আছেন ফিজ। তারই সতীর্থ ক্রিস মরিস নিয়েছেন ১৪টি উইকেট। আর হায়দ্রাবাদের স্পিনার রশিদ খানের দখলে রয়েছে ১১টি উইকেট। দিল্লির পেসার কাগিসো রাবাদা নিয়েছেন ১২ উইকেট।
এদিকে, আগের ম্যাচে ৩০ রান দিয়ে কোনও উইকেট না পেলেও আবু ধাবিতে শনিবার বিকেলে দিল্লির বিপক্ষে ম্যাচে রাজস্থানের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল মুস্তাফিজেরই। চার ওভার হাত ঘুরিয়ে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন ফিজ।
সন্দেহ নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের পারফর্ম্যান্স বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশের পেসারকে। আগের ম্যাচে চার ওভারে দুটি চার ও একটি ছক্কা হজম করলেও এদিন মাত্র ৬টি ডট পেলেও কোনও বাউন্ডারি হজম করতে হয়নি তাকে।
তবে, আগের ম্যাচে তাঁর ও কার্তিকের বোলিংয়ে ২ রানে ম্যাচ জিতলেও এদিন আর জয়ের নাগাল পায়নি মুস্তাফিজের দল। দিল্লির ছুড়ে দেয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে সাকুল্যে ১২৬ রান তুলতে সক্ষম হয় রাজস্থান।
৫৩ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ফলে ৯ ম্যাচে পাঁচ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ছয়েই থাকলো রয়্যালসরা। আর ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটালস।
এনএস//