ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এলোমেলো আইপিএলের পয়েন্ট টেবিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২১

শুরু হতেই শেষের গল্পে চলে এসেছে চলতি আইপিএল-২০২১। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত লিগটির দ্বিতীয় পর্ব যত শেষের দিকে গড়াচ্ছে, ততই জমে উঠছে প্লে-অফে জায়গা করে নেয়ার লড়াই। যাতে এলোমেলো হয়ে গেছে পয়েন্ট টেবিল।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ৩৭ নম্বর ম্যাচের পর আপাতত দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে টেবিলে নিরাপদ দেখাচ্ছে অনেকটাই। বিপরীতে ইতিমধ্যেই রেস থেকে ছিটকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে অপর পাঁচটি দল।

এদিন রাতে হায়দরাবাদের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে জয় তুলে নেয়ার পর মুম্বাই ও রাজস্থানকে টপকে পাঁচ নম্বরে উঠে আসে পাঞ্জাব কিংস। রাজস্থান নেমে গেছে সাত নম্বরে। চেন্নাইকে টপকে শীর্ষে উঠে আসে দিল্লি ক্যাপিটালস। কেকেআর রয়েছে চার নম্বরে। মুম্বাই অবস্থান করছে ছয়ে। 
আসুন, একনজরে দেখে নেয়া যাক আইপিএল-২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:
১. দিল্লি ক্যাপিটালস: ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো দিল্লি। তাদের নেট রান-রেট +০.৭১১।

২. চেন্নাই সুপার কিংস: ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সিএসকে নেমে যায় দুই নম্বরে। তাদের নেট রান-রেট +১.১৮৫।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবি রয়েছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.৭২০।

৪. কলকাতা নাইট রাইডার্স: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.৩৬৩।

৫. পাঞ্জাব কিংস: ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব উঠে আসে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.২৭১। 

৬. মুম্বাই ইন্ডিয়ান্স: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১০।

৭. রাজস্থান রয়্যালস: ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান নেমে যায় সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১৯।

৮. সানরাইজার্স হায়দরাবাদ: ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের দলটি রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৩৭।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি