ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুশফিক-ইমরুলদের দাপুটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২১

ম্যাচ সেরা ইনিংস খেলার পথে টাইগার তারকা মুশফিক

ম্যাচ সেরা ইনিংস খেলার পথে টাইগার তারকা মুশফিক

মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের অনবদ্য ফিফটিতে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে পাওয়া এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মোমিনুল হকের দল।

এদিন সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দল জড়ো করে ২৪৭ রান। ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যাওয়ায় পূর্ণ ওভার কাজে লাগাতে পারেনি দলটি।

সর্বোচ্চ ৮১ রান করেন তানজিদ হাসান তামিম। অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দীপুও, তার ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৩৮ ও অধিনায়ক আকবর আলী করেন ২৮ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড়ো ইনিংস খেলতে চাওয়া নাজমুল হোসাইন শান্তকে (২৭ রান) হারিয়ে ফেলে ‘এ’ দল। ২৯ রান করে খানিকপরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মোমিনুলও। তবে দলের বিপর্যয় সামাল দেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

৮১ বলে ৬০ রান করে ইমরুল বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। এসময়ে মোসাদ্দেক হোসাইন সৈকত ২৪ রান করে আউট হলে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দেখেশুনে খেলে যান মুশফিক। তাড়াহুড়া না করে ৭৭ বলের মোকাবেলায় তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও।

শেষপর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক ও মিঠুন। ৬টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক অপরাজিত থাকেন ৯১ বলের মোকাবেলায় ৭০ রান করে। আর ২টি চার ও এক ছক্কায় ২৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মিঠুন। ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিক।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি