ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বড় শট খেলার অনুশীলনে ব্যস্ত সৌম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:১৭, ১ অক্টোবর ২০২১

ব্যাটিং অনুশীলনে সৌম্য সরকার

ব্যাটিং অনুশীলনে সৌম্য সরকার

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার। টাইগার ওপেনারের ব্যাটের সেই ক্ষুরধার অবশ্য হারিয়ে যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেই। নিষ্প্রাণ ব্যাটের ধার ফেরাতে তাই এখন বড় শট খেলার অনুশীলন করছেন এই বাঁহাতি ব্যাটার।

নিজেকে ফিরে পেতে রীতিমত চোয়ালবদ্ধ এই ক্রিকেটার। সেপ্টেম্বরের শুরুর দিকে শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের পর খেলোয়াড়রা ছুটি পেলেও তাইতো অনুশীলনে নিজেকে সর্বদা ব্যস্ত রেখেছেন সৌম্য। হোম অব ক্রিকেটে বেশ কয়েকদিন দেখা যায় তাঁর ঘাম ঝরানোর দৃশ্যও। 

এমন কঠোর অনুশীলনে মূলত কী নিয়ে কাজ করলেন সৌম্য? জবাবে এই ব্যাটার জানান, বিশ্বকাপের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন অনুশীলনে। কারণ অনুশীলনের উইকেট ছিল স্পোর্টিং উইকেটের কাছাকাছি। সেইসঙ্গে বড় শট খেলার জন্য ভারসাম্য ঠিক রাখার কৌশল রপ্তেরও অনুশীলন করে গেছেন জনপ্রিয় এই মারকুটে।

সৌম্য বলেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স ঠিক করা, উইকেটে মানিয়ে নেয়া নিয়েও কাজ করেছি। আমরা গত যে দুটি সিরিজে খেলেছি, সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য তাই আবারও নিজেকে প্রস্তুত করতে হচ্ছে।’

অনুশীলনের ফাঁকে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সৌম্য

বাঁহাতি এই ব্যাটার আরো বলেন, ‘গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’

আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিটাও ভালোভাবে সম্পন্ন হবে উল্লেখ করে সৌম্য সরকার বলেন, ‘এতদিন অনুশীলন করলাম। আশা করি, প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। তাতে করে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালোই।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি