ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১ অক্টোবর ২০২১

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার একটি মুহূর্ত

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার একটি মুহূর্ত

Ekushey Television Ltd.

প্রত্যাশামাফিক সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা জয় দিয়েই করল বাংলাদেশ। তুলনামূলক কম শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ অভিষেকই হলো কোচ অস্কার ব্রুজনের। তাঁর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই ১-০ গোলের জয় তুলে নিয়েছে জামাল ভুঁইয়ারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। স্কোরলাইন ছিল গোলশূন্য। ম্যাচের প্রথম ৫ মিনিট পর্যন্তই দাপট দেখানোর চেষ্টা করেছে শ্রীলঙ্কা। কিন্তু গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিতে পারেনি দলটি। জামাল-রানারা এরপর কিছুটা গুছিয়ে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অনেকটাই। আক্রমণও হয়েছে বেশ কয়েকবার। তবে আসল লক্ষ্যে শট নিতে ব্যর্থ হয়।

বিরতির পর জুয়েল রানার জায়গায় মাঠে নামেন সাদ উদ্দিন। এছাড়া মতিন ও সুফিলও নেমেছেন পরবর্তীতে। ৫০তম মিনিটে শ্রীলঙ্কা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে না পারলেও চার মিনিট বাদেই পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। বিপলু আহমেদের শট ডিফেন্ডার ডাকসন পুসলাস হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। সঙ্গেসঙ্গে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। পাশাপাশি দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লঙ্কান পুসলাসকে। স্পট কিক থেকে গোলকিপারের বিপরীত পাশ দিয়ে লক্ষ্যভেদ করে হাজারো প্রবাসীকে আনন্দে ভাসিয়েছেন তপু বর্মণ।

১০ জনের দল নিয়ে লঙ্কানরা এরপর ৭৭ মিনিটে গোল শোধ দেয়ার সুযোগ পেলেও রাজিকের নেয়া সেই শট প্রতিহত করেন গোলকিপার আনিসুর। এরপর জামালের ফ্রি-কিকে মতিনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

শেষমেশ তপুর ওই গোলকে পুঁজি করেই সাফে প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ব্রুজনের দল। ৪ অক্টোবর একইসময়ে ফেভারিট ভারতের মুখোমুখি হবে জামাল-তপুরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি