ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়লেন গেইল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:৫২, ১ অক্টোবর ২০২১

ক্রিস গেইল

ক্রিস গেইল

টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতে এবং আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে চাঙ্গা রাখতে চলমান আইপিলের বাকী অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল। পাঞ্চাব কিংসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেই জানাচ্ছে ইএসপিএন ক্রিকইনফো।

মূলত সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের আগে নিজেকে সতেজ ও চাঙ্গা করতেই আইপিএল ছাড়ছেন গেইল। ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।

গত দুই বছরে ধরে চলমান করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই খেলতে হচ্ছে ক্রিকেটারদের। অন্যদের মতো একই অবস্থা গেইলেরও। লম্বা সময় ধরেই জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলে চলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে গত মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন গেইল। এরপরেই আমিরাতে চলে যান আইপিএল খেলতে। 

যেহেতু আইপিএলের পরপরই আরব ভূমিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই খেলতে হবে সবাইকে। তাই বিশ্বকাপের আগে নিজেকে সতেজ রাখতে জৈব-সুরক্ষা বলয় থেকে কিছুদিন দূরে থাকতে চান গেইল। 

ইউনিভার্স বস বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। মানসিকভাবে এখন আমি নিজেকে সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।’

গেইলের আইপিএল ছাড়ার বিষয়ে সম্মতিও দিয়েছে তাঁর দল পাঞ্জাব কিংস। আর এজন্য পাঞ্জাব কিংস কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেও কার্পণ্য করেননি গেইল। তিনি বলেন, ‘আমাকে ছেড়ে দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। দলের জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল।’

পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বলেন, ‘আমি এক সময় তাঁর (গেইল) বিপক্ষে খেলেছি এবং কোচিংও করিয়েছি। গেইল একজন পেশাদার ক্রিকেটার। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য নিজেকে তরতাজা রাখতে চায়। দল তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

এদিকে, আইপিএলের এবারের আসরে ভারত পর্বে আটটি এবং সংযুক্ত আরব আমিরাত পর্বে মোটে ২টি ম্যাচ খেলেছেন গেইল। পাঞ্জাবের হয়ে এই ১০টি ম্যাচ খেললেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মারকুটে এই ব্যাটার। ২১.৪৪ গড়ে রান করেছেন মাত্র ১৯৩টি। ১২৫.৩২ স্ট্রাইক রেট বজায় রাখলেও একটি হাফ সেঞ্চুরিরও দেখা পাননি গেইল। সর্বোচ্চ ইনিংস ৪৬ রানের।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি