ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেকেআর একাদশে দুই পরিবর্তন, তবুও নেই সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১ অক্টোবর ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

আরব আমিরাতে চলমান আইপিএলের ৪৫তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তবুও একাদশে নেই টাইগার তারকা সাকিব আল হাসান। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস।

শেষ চারের লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৫টি জয় নিয়ে কলকাতা আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান সংখ্যক ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে পাঞ্জাব।

এই ম্যাচে পাঞ্জাবের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। আইপিএল ছেড়ে যাওয়া ক্রিস গেইলের পরিবর্তে একাদশে ফিরেছেন ফ্যাবিয়ান অ্যালেন। একাদশে নেই মায়াঙ্ক আগারওয়াল ও হারমানপ্রীত ব্রারও। তাদের বদলে সুযোগ পেয়েছেন শাহরুখ খান ও মানদ্বীপ।

এদিকে, কলকাতার একাদশেও এসেছে দুটি পরিবর্তন। একাদশে নেই লকি ফার্গুসন, তাতেও কপাল খোলেনি সাকিব আল হাসানের। একাদশে সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট। আর সন্দ্বীপ ওয়ারিয়রের পরিবর্তে খেলছেন শিভম মাভি।

একনজরে দুই দলের একাদশ
কলকাতা নাইট রাইডার্স: শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, টিম সাউদি, টিম সেইফার্ট, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল,  ফ্যাবিয়েন অ্যালেন, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, নাথান এলিস, রবি বিষ্ণই, মোহাম্মদ শামি, আরশদ্বীপ সিং।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি