ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই বাজিমাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:৩১, ১ অক্টোবর ২০২১

জয়ের আনন্দে উদ্বেলিত টিম বাংলাদেশ

জয়ের আনন্দে উদ্বেলিত টিম বাংলাদেশ

১৩তম সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে শুভসূচনাই করেছে বাংলাদেশ। একইসঙ্গে মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের মধ্য দিয়েই শুভসূচনা হলো জামালদের নতুন কোচ অস্কার ব্রুজন। অভিষেকটা সত্যিকার অর্থেই রঙিন হলো স্প্যানিশ কোচের।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রুজন বলেছিলেন, ‘আমরা ভালোভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচে জয় মানে আত্মবিশ্বাস নিয়ে শুরু করা পরের ম্যাচে।’ 

যেমনটা বলা, ঠিক তেমনটাই করে দেখালো ব্রুজেনের শীষ্যরা। শ্রীলঙ্কাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়ে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছেড়েছে জাময়াল ভুঁইয়ারা। একমাত্র গোলদাতা হলেন তপু বর্মণ। 

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিবাহিত না হতেই পেনাল্টি পেয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা। আর তা থেকেই দলকে এগিয়ে নেন তপু বর্মণ। 

বাংলাদেশী সমর্থকের উপস্থিতিতে মালের স্টেডিয়ামটিই যেন এখ খন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল এদিন। লাল সবুজের সমর্থনে এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে মালদ্বীপের স্টেডিয়াম। দর্শকদের ওই সমর্থন ব্যর্থ হতে দেয়নি জামাল ভুঁইয়ার দল। জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। 

ম্যাচের ৯ম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের মাঝামাঝি থেকে তপু বর্মণের বাঁ পায়ের শটের বলটি বাঁ দিকে ডাইভ দিয়ে আটকে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক পেরেরা। ম্যাচের ২০ মিনিটে গোলের সুযোগ সৃস্টি করে লঙ্কা। বক্সের বাইরে থেকে নিকোলাস হর্ষ ফার্নান্দোর ডান পায়ের শটের বল বারের বাইরে দিয়ে চলে যায়।  

বাংলাদেশ ফের গোলের সুযোগ হারায় ২৯ মিনিটে। বিপলু আহমেদের পাস থেকে রাকিব হোসেনের ডান পায়ের শটের বলটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ফের গোলের সুযোগ সৃস্টি করে লাল সবুজ শিবির। বিশ্বনাথ ঘোষের পাস থেকে বল পেয়ে মোহাম্মদ জুয়েলের শট বারের উপর দিয়ে বাইরে চলে যায়। বিরিতর অতিরিক্ত সময়ে ইয়াসিন আরাফাতের ক্রসের বলে তপু বর্মন হেড নিলেও সেটি জাল স্পর্শ না করেই বারের উপর দিয়ে বাইরে চলে গেলে ফের সুযোগ  হারায় বাংলাদেশ। ফলে সফলতা ছাড়াই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। এরই সুফল হিসেবে গোল খরা দূর হয় ৫৬তম মিনিটে। বাংলাদেশ দলের একটি আক্রমন প্রতিহত করতে গিয়ে বক্সের মধ্যেই হ্যান্ডবল করেন লংকান ডিফেন্ডার যোগেন্দ্র ডাকসন পুসলাস। ফলে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত সিরিয়ান রেফারি ফেরাস তাওয়েল। স্পট কিক থেকে ডান পায়ের দারুন শটে গোল করতে ভুল করেননি তপু বর্মন (১-০)।

৬১ মিনিটে বিপলু আহমেদের কাছ থেকে বল পেয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া বক্সের বাইরে জোড়ালো শট নিলে সেটি অল্পের জন্য গোলবারকে পাশ কাটিয়ে চলে যায়।  

৭৫ মিনিটে গোল পরিশোধের ভালো একটা সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। বক্সের বাইরে থেকে ডিলন ডি সিলভার ফ্রি কিকের বল অল্পের জন্য জালে জড়ায়নি। এই সময় গোল পরিশোধের জন্য মরিয়া লংকান দল প্রাণপন চেষ্টা করেছিল সমতায় ফেরার। তবে ফিনিশারের অভাবে সফল হতে পারেনি দেশটি। শেষ ভাগে এসে বাংলাদেশও পরপর কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। 

টুর্নামেন্টে পরের ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে লাল সবুজের দল। ৪ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। লীগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 

লিগের শীর্ষ পয়েন্টধারী দুটি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি