ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের রুম কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

সোমবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় মাস্কাট বিমানবন্দরে পৌঁছান মাহমুদুল্লাহরা। 

এর আগে শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে বাংলাদেশ দলের ওমানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করে রাত সাড়ে ১২টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়েন টাইগাররা।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত চলবে টাইগারদের অনুশীলন। সেখান থেকে ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। আমিরাতে পৌঁছে কোয়ারেন্টাইন শেষে ১১ অক্টোবর আরও একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা।

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলনে থাকবে মাহমুদুল্লাহরা। ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর বিশ্বকাপের আসল মঞ্চে পা রাখতে ফের ওমানে রওনা হবেন টাইগার ক্রিকেটাররা। সেখানে ফের একদিন অনুশীলন করবেন তারা।

বাছাইপর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। 

ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম পর্ব পেড়িয়ে সুপার ১২তে যাবার জন্য ভালো অবস্থায় আছে টাইগাররা এবং আসন্ন বিশ্বকাপে ডার্ক হর্স হতে পারে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি