ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেষ ওভারের নাটকীয় জয়ে শীর্ষে দিল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৫ অক্টোবর ২০২১

আমিরাতে দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংসের ম্যাচটিতে নাটকীয়তা এবং রোমাঞ্চ তৈরি হয়েছিল। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। প্রথম বলে ২ রান দিলেন ডোয়াইনি ব্র্যাভো। ২য় বলটি হলো ওয়াইড, রান আসলো একটি। পরের বল ডট, এর পরের বলেই প্যাটেল আউট। তখন বল বাকি তিনটি। কিন্তু মাঠে নেমেই রাবাদা সজোরে চালালেন ব্যাট, বল চলে গেলো সীমানার বাইরে। ৩ উইকেটের জয় নিয়ে দিল্লি উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।

সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট দাঁড়ালো ১৩ ম্যাচে ২০। চেন্নাইর ১৩ ম্যাচে ১৮। 

ধোনির দল যদি শেষ ম্যাচে হেরে যায় এবং বিরাট কোহলির রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু যদি দুটি ম্যাচেই জয়লাভ করে তাহলে পয়েন্ট টেবিলের তিনে নেমে যেতে হবে চেন্নাই সুপার কিংসকে। তবে চেন্নাই যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলবে দিল্লি ও চেন্নাই।

টস হেরে ব্যাট করতে নামা চেন্নাইর শুরুটা ভালো হয়নি। ৬৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। চেন্নাইর রান ১৩৬ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আম্বাতি রাইডু। তিনি ৪৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৫ রান করেন। 

এছাড়া রবীন উথাপ্পা ১৯, মাহেন্দ্র সিং ধোনি ১৮ ও ১৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৫টি রান আসে অতিরিক্ত খাত থেকে।

বল হাতে দিল্লির অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পৃথ্বি আর শিখর ধাওয়ান মিলে তোলেন ২৪ রান। পৃথ্বি আউট হয়ে যান ১৮ রান করে। শিখর ধাওয়ান ৩৫ বল খেলে করেন ৩৯ রান। শ্রেয়াশ আয়ার ২ রান করে আউট হলেও রিশাভ পান্ত করেন ১৫, রিপাল প্যাটেল করেন ১৮ রান এবং অশ্বিন আউট হন ২ রান করে।

শিমরন হেটমায়ার শেষ মুহূর্তে কিছুটা ঝড় তোলেন। ১৮ বল খেলে তিনি অপরাজিত থাকেন ২৮ রানে। অক্ষর প্যাটেল আউট হন ৫ রান করে এবং রাবাদা ১ বল মোকাবেলা করে বাউন্ডার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি ও রীবন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন দিপক হুদা, জস হ্যাজেলউড এবং ডোয়াইন ব্র্যাভো।

ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি