ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এক ঘণ্টাতেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৪৯, ৫ অক্টোবর ২০২১

মাত্র এক ঘণ্টাতেই শেষ হয়ে গেল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকেট।

রোববার থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপের টিকেট বিক্রি। বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়।

আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসির ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকেট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ ছিলো প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের মূল্য ছিলো। সেগুলোও ১৫০০ ও ২৬০০ দিরহামে কিনে নিয়েছে দর্শকরা।

ওমানে হবে বাছাই পর্ব এবং আরব আমিরাতে হবে মূল আসর। আরব আমিরাতে ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলোতে তিন হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

রোববার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছিলো আইসিসি। 

বিশ্বের সেরা ১৬টি দলকে নিয়ে বাছাই পর্ব দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামী ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল আসর। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে থাকছে ভারতই।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি