ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পড়বে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৯ অক্টোবর ২০২১

নতুন জার্সি পরে এবারের টি-২০ বিশ্বকাপ খেলতে নামবেন বিরাট কোহলীরা। সোশ্যাল মিডিয়ায় এক টুইট বার্তায় একথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টুইটে বলা হয়, “এবার টি-২০ বিশ্বকাপে নতুন ভাবে দেখা যেতে পারে ভারতীয় দলকে। তাদের নতুন ভাবে দেখতে মুখিয়ে রয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা।”

টুইট-টি প্রকাশ্যে আসতেই মূহুর্তে ভাইরাল হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পোষ্ট।

জার্সির ছবি এখনও প্রকাশ্যে না আসায় তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বুধবার জার্সির ছবি প্রকাশ করবেন তারা।

২৪ অক্টোবর এই নতুন জার্সি পরে বাবর- আজমদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট-রোহিত শর্মারা।  

এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে নতুন  জার্সি  তৈরি করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য।

সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি